আশাশুনি ফকরাবাদ জেবি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, দূর্নীতি অভিযোগ উঠেছে

আশাশুনি ফকরাবাদ জেবি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪ র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম, দূর্নীতি ও মোটা অংকের টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। ফকরাবাদ জেবি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য তিনপদের বিপরীতে অফিস সহায়ক, নাইট গার্ড পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে যার পরীক্ষা ১৮ ই মে। তিনটি পদে  আাশাশুনি উপজেলায় ফকরাবাদ গ্রামের জগদীশ চন্দ্র মন্ডলের ছেলে  রনজিত মন্ডল কে অফিস সহায়ক পদে  ১৭ লক্ষ টাকা ,নাইট গার্ড পদে একই গ্রামের গোপাল চন্দ্র সানার ছেলে ধীরাজ সানা  নিকট থেকে ১৬ লক্ষ টাকা, ও  পরিচ্ছন্নতা কর্মী পদে একই গ্রামের নিশিকান্ত মন্তলের স্ত্রী কৃষ্ণারাণী মণ্ডল নিকট থেকে ১৫ লাখ টাকা আগাম ঘুষ গ্রহণ করা হয়েছে। ১৩ ই মে সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এই নিয়োগ বাণিজ্যর দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সব্রুত কুমার মন্ডল। তার লিখিত বক্তব্য এসব অভিযোগ করেন। তিনি আরও জানান, ১৮ সালে আমি ওই বিদ্যালয়ের নির্বাচিত হই  ম্যানেজিং কমিটির  সভাপতি পদে। হঠাৎ নিয়ম বহির্ভূত ভাবে বড়দল ইউনিয়নের  চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা কে সভাপতি হিসাবে দেখানো হয়েছে। যা কোন নির্বাচন ছাড়া নিয়ম বর্হিভূত ভাবে তিনি তার ক্ষমতা বলে তিনটি পদে ৪৮ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করছেন।  এবিষয়ে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এই পাতানো নিয়োগ বন্ধের জন্য জেলা প্রশাসক মো: হুমায়ন কবিরের নিকট দাখিল করেছি।
যার অনুলিপি শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব,শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ আাশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেল নির্বাহী কর্মকর্তা বরাবর এই অনুলিপি প্রেরণ করেছি। এসব সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফকরাবাদ ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

৪৮ লক্ষ ব্যাপক নিয়োগ বাণিজ্যি অভিযোগে ভিত্তিতে অনুসন্ধানীতে দেখা গেছে কোন স্থানীয় পত্রিকায় নিয়োগ প্রকাশিত হয় নি।কোন প্রত্রিকায় নিয়োগ প্রকাশিত হয়েছে জানতে চাইলে পত্রিকার নাম, তথ্য দিতে পারছে কতৃপক্ষ। পাতানো নিয়োগে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুল প্রতিষ্ঠাতা কালীন সদস্যরা। অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধে এলাকাবাসী  জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকতা বরাবর অভিযোগ করেছে।

ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ বিশ্বাস বলেন, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সানা ও প্রধান শিক্ষক অজয় কুমার ঢালাী যোগসাজশ করে নিয়োগ বাণিজ্য সেট করেছে। তিন পদের বিপরীতে তিনজনের থেকে ৪৮ লক্ষ টাকা নিয়েছে নিয়োগ দেবে । তিনি আরো জানান,অফিস সহায়ক পদে রনজিত মন্ডল থেকে ১৭ লাখ, নাইট গার্ড ধিরাজ সানা থেকে ১৬ লাখ, ও পরিচ্ছন্নতা কর্মী পদে কৃষ্ণারাণী মন্ডল থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছি। আগে থেকে সেট করা নিয়োগের  মূল মাষ্টার মাইন্ড জগদীশ চেয়ারম্যান।

নিয়োগ বাণিজ্যর বিষয়ে জেবি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ চন্দ্র সানা বলেন, ১৮ তারিখ নিয়োগ আছে জেবি মাধ্যমিক বিদ্যালয়ে। আমি ম্যানেজিং কমিটির সভাপতি। নিয়োগ বাণিজ্য হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জগদীশ বলেন, সারাদেশে তো নিয়োগ বাণিজ্য হয় এটা নতুন কি। যেভাবে সবজায়গায় চলছে সেভাবে নিয়োগ হচ্ছে  ৪৮ লাখ  টাকার বিনিময়ে তিন পদে নিয়োগ হচ্ছে সত্য কি না জগদীশ কে জানতে চাইলে বলেন, আমরা ওই টাকা দিয়ে জমি কিনতে চাই।  কবে জমি কেনা হবে প্রশ্ন করলে তিনি কথা বলতে রাজি হয়নি।

জেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার ঢালী বলেন, ১৮ তারিখ তিনপদের বিপরীতে স্কুলে নিয়োগ আছে সত্য। নিয়োগ বাণিজ্য হচ্ছে প্রশ্নের জবাবে বলেন, আমি কিছু জানি না সবকিছু চেয়ারম্যান জগদীশ সানা জানে। কতজন আবেদন করেছে জানতে চাইলে  তিনি বলেন আমি কিছুই জানি না।জগদীশ চন্দ্র সানা ম্যানেজিং কমিটির সভাপতি ওনার ইচ্ছেমত সব হয়। ওনি কাউকে মূল্যায়ন করে না। এর চেয়ে আমি কিছু বলতো চায় না। আমার বলা নিষেধ।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি নিয়োগ বাণিজ্যর অভিযোগ শুনেছি। নিয়োগ বন্ধ হবে কি না জানতে চাইলে বলেন নিয়োগ বন্ধ করার এখতিয়ার জেলা প্রশাসকের আছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিয়োগ বাণিজ্যর অভিযোগ শুনেছি, জেলা প্রশাসক নির্দেশ দিলে নিয়োগ বন্ধে পদক্ষেপ নিব।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১:০৮
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন