খান বাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পরামর্শ সভা

খান বাহাদুর আহ্ছানউল্লা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার নলতা শরীফে পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকীর ডিসেম্বর মাসব্যাপী ফ্রি চিকিৎসা, সুন্নতে খাতনা ও চক্ষ শিবিরসহ মিলাদ-মাহফিল উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় শাহীবাগের আস্তানা ভবনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরামর্শ সভায় নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিশনের ভারপাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান, নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি সমাজ সেবক আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সুযোগ্য অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, আলহাজ্জ শিক্ষক ইউনুচ, আলহাজ্জ শিক্ষক মো. আবুল ফজল, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেনসহ শিক্ষক, ব্যবসায়ী ও পীর কেবলার বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৮:৩০
  • ২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন