ইসরাইলে সব ধরনের ফুটবল স্থগিত

স্পোর্টস ডেস্ক: ইসরাইলে ফিলিস্তিনি বাহিনী হামাসের আকস্মিক বড় ধরনের হামলার জেড়ে আগামী দুই সপ্তাহের জন্য সেখানে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এ সম্পর্কে উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী দুই সপ্তাহ ইসরাইলে অনুষ্ঠিতব্য সব ধরনের ম্যাচ স্থগিত করা হলো। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন তারিখ ঘোষনা করা হবে।’ সংস্থাটির বিবৃতিতে আরো বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’ আগামী বৃহস্পতিবার ইসরাইল ও সুইজারল্যান্ডের মধ্যকার তেল আবিবে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচটি স্থগিত করেছে উয়েফা। একইসাথে ১৫ অক্টোবর কসভোর বিপক্ষে ইসরাইলের বাছাইপর্বের ম্যাচটি নিয়ে আগামী কয়েকদিন পর্যবেক্ষন করবে উয়েফা। প্রিস্টিনায় নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচটি আয়োজন করা যায় কিনা তা খতিয়ে দেখছে ইউরোপিয়ান সর্বোচ্চ সংস্থা। এছাড়া আগামী ১২ ও ১৭ অক্টোবর এস্তোনিয়া ও জার্মানীর বিপক্ষে ইসরাইলের অনুর্ধ্ব-২১ ইউরোপিয়ান দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একইসাথে আগামী ১১-১৭ অক্টোবর পর্যন্ত ইসরাইল, বেলজিয়াম, জিব্রালটার ও ওয়েলসকে নিয়ে আয়োজিত অনুর্ধ্ব-১৭ মিনি ইউরোপিয়ান টুর্নমেন্টও আপাতত স্থগিত করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ২:৪৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন