ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে নিহত বেড়ে ৬১৩

ইসরাইল-ফিলিস্তিন

বিশ্ব ডেস্ক: দ্বিতীয় দিনে পা দিলো ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের ছোঁড়া ৭ হাজার রকেটে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া দুই দেশের অন্তত আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)। এরইমধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে,ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েলের প্রধান এয়ারলাইন্স তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তেল আবিবসহ বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস সহ আরও বেশকিছু এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ইসরায়েলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের পর্যটন গন্তব্য আইলাতের সাথে বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধ করেনি। জার্মান ক্যারিয়ারের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুফথানসা আজ সোমবার পর্যন্ত তেল আবিব থেকে সমস্ত ফ্লাইট বাতিল করছে। ইসরায়েলের অনেককে বিস্মিত করে শনিবার সকাল থেকে দেশটিকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়তে থাকে হামাস।

দলটির দাবি, ইসরায়েলের দিকে পাঁচ হাজার রকেট ছোঁড়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, এ সংখ্যাটা আড়াই হাজার। হামলার দিনটিকে ইসরায়েলের জন্য ‘কালো দিবস’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক বাহিনী সর্বশক্তি দিয়ে হামাসের ওপর হামলা চালাবে। এদিকে হামাসের হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর। গাজার শাসক দলের দাবি, তারা ইসরায়েলের অনেক সেনাকে বন্দি করেছেন। ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ‘সন্ত্রাসীরা’ বাড়িতে ঢুকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। তাদের শত শত সদস্য ইসরায়েলে হানা দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে সেনাদের সঙ্গে তাদের লড়াই করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ২০০৭ সালে হামাস ক্ষমতায় আসার পর দলটির সঙ্গে বেশ কয়েক বার যুদ্ধে জড়ায় ইসরায়েল। পবিত্র আল-আকসা মসজিদের অবমাননা, গাজার শ্রমিকদের জন্য ইসরায়েলের সীমান্ত বন্ধ করে দেয়াসহ নানা কারণে দুই পক্ষের সর্বশেষ উত্তেজনার ঘটনা ঘটে।

সূত্র: আলজাজিরা

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,রাত ৯:২৫
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন