উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার এমপি রবির

আব্দুর রহমান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের পলিটেকনিক মোড়, কদমতলা, যুবরাজপুর, মথুরাপুর, থানাঘাটা, ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় নির্বাচনী পথসভার বক্তব্যে সাতক্ষীরা ২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “আমার সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ নিজ উদ্যোগে স্বত:স্ফুর্তভাবে মাঠে নেমেছে। আমার সদর নির্বাচনী এলাকার মানুষদের আমি অত্যন্ত ভালোবাসি। আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। তাদের প্রচারণায় সাতক্ষীরা ২ আসনে ঈগল পাখি প্রতীকের গণজোয়ার বইছে। সদর নির্বাচনী এলাকার জনগণ এলাকার উন্নয়ন ও আমার ভালোবাসায় অত্যন্ত খুশি। আমি গত ১০ বছর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার সদর নির্বাচনী এলাকায় নিরলসভাবে পরিশ্রম করে যে উন্নয়ন করেছি এবং সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থেকেছি। যেকারণে ইনশাল্লাহ আমি সকলের দোয়া ও ভালোবাসায় আবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলছি আমি কারও প্রতি কোন রাগ বা অভিমান নেই। আমি কোন হিংসাত্বক বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ^াসী নই। আমি সবাইকে নিয়ে সদর নির্বাচনী এলাকার মানুষের চাওয়া পাওয়া পূরণে আমার অসমাপ্ত কাজ শেষ করবো। আমার সদর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার ও আমার শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো।” এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৗর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, রিজভী আহমেদ প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৮:২১
  • ৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৪ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন