এবার ক্রিকেট খেলে আলোচনায় ১০২ বছরের করম

ভারতে লোকসভা নির্বাচনের সময় আলোচনায় আসেন করম দীন। ১০২ বছর বয়সী এক ভোটারকে ভোট কেন্দ্রে দেখে অবাক হন অনেকে। ১৯২২ সালে জন্ম নেওয়া করম দীনকে ঘিরে বেশ আলোচনাও হয় বেশ। হঠাৎ আবারও আলোচনায় কাশ্মীরে জন্ম নেওয়া এই ব্যক্তি। সে সময় তিনি স্বীকার করেছিলেন তার সমবয়সীদের মধ্যে আর কেউ বেঁচে নেই। একশ বছর পেরিয়ে যাওয়ার আগেই অনেকে শয্যাশায়ী হয়ে পড়েন। তবে করম দীন যেন ভিন্ন ধাতুতে গড়া মানুষ। এখনো নিয়মিত মাঠে যান, খেলেন ক্রিকেট। ব্যাট-প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়েন কাশ্মীরের এই বর্ষীয়ান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেন তিনি।

তার জন্ম জম্বু-কাশ্মীর প্রদেশের রিয়াসি জেলায়। ২৬ এপ্রিল এক আত্মীয়ের সহায়তায় লাঠি হাতে লোকসভার নির্বাচনে ভোট দিতে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। সে সময় এ ব্যাপারে বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, ‘এই বয়সে (১০২ বছর) কেন্দ্রে ভোট দিতে পেরে দারুণ খুশি আমি। প্রতিবার ভোট দিয়েছি আমি। ১০২ বছর বয়সেও এই যাত্রা চলছে।’ এমন এক ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে দিয়ে আরও চমকে যান গণমাধ্যমকর্মীরা। ভোট দিতে শুধু একদিনই তিনি বাসা থেকে বের হন এমনটা নয়। করম দীন নিয়মিত মাঠে যান, তরুণদের সঙ্গে খেলেন ক্রিকেট।

ভারতীয় গণমাধ্যম এএনআই নিউজকে নিজের ক্রিকেট প্রেমের গল্পে তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি আমার ছেলেদেরও ক্রিকেট খেলতে নিয়ে আসি। তরুণরা কেমন খেলছে সেটা দেখতে আসি। এখন তো আমার বয়সের আর কেউ নেই, ওরা সবাই চলে গেছে।’ তিনি শুধু দেখেন তা কিন্তু নয়। করম দীন নিজেও নেমে পড়েন মাঠে। অনুশীলনে তাকে ব্যাট-প্যাড পড়তে দেখলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক তরুণ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১২:১৮
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন