৫০০ কেজি কাঁকড়াসহ ৫ জেলে আটক

কাঁকড়া জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে ধরা নিষিদ্ধ ৫০০ কেজি কাঁকড়া জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জ অফিসের সদস্যরা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সহকারী রেঞ্জার নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে চৌদ্দরশি ব্রীজ এলাকা থেকে ২টি ট্রলারসহ কাঁকড়া আটক করে। এসময় দুই জেলেকে আটক করে বনকর্মীরা। আটক দুই জেলে হলেন চৌদ্দরশি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ওবাইদুল ইসলাম ও বেদকাশি গ্রামে আব্দুল খালেকের ছেলে বিল্লাল হোসেন।

অপর এক অভিযানে সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ খলিসাবুনিয়া খাল থেকে তিন জেলেকে আটক করেছে। এসময় জেলেদের ব্যবহৃত একটি নৌকাসহ আনুসাঙ্গিক মালপত্র জব্দ করে বনকর্মীরা। আটক তিন জেলে হলেন নাপিতখালী গ্রামে আজিজ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার ও রশিদ গাজীর ছেরে বিল্লাল হোসেন এবং চাঁদনীমুখা গ্রামে সোহর গাজীর ছেলে মোক্তার হোসেন।

সাতক্ষীরা সহকারী রেঞ্জে কর্মকর্তা (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৫00 কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক জেলেদের বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ৭:১৮
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন