কেশবপুরে দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

কেশবপুরে আপদকালীন আরও ড্রেজার মেশিন বৃদ্ধি করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর উন্নয়ন কমিটি ও বন্যাকবলিত এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আলী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শফিকুল ইসলাম সুইট, বাবুল রানা বাবু, কবির হোসেন রিপন, অহিদুর রহমান অন্তু প্রমুখ। ৭ দফা দাবির ভেতর রয়েছে- কেশবপুরকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা, আপদকালীন আরও ড্রেজারের মাধ্যমে হরিহর নদ, বুড়িভদ্রা ও আপার ভদ্রা নদীর পলি নিষ্কাশনের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা, বিল সংলগ্ন খালের পলি অপসারণ ও খনন এবং দুই পাড়ের মাটি সংরক্ষণ; স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করা, অপরিকল্পিত ঘের সংস্কার ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করার দাবি, ঘেরের বেড়ি হিসাবে সরকারি রাস্তা ব্যবহার বন্ধ করা, সরকারি জমি ও খাল ঘের হিসেবে ব্যবহার বন্ধ করা, এবং সকল প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৭:২৫
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন