খুলনায় হরতাল: নামমাত্র যাত্রী নিয়ে চলছে যানবাহন

রিয়াদ হোসেন: সারাদেশে চলছে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। খুলনায় সকাল থেকে কোন বিছিন্ন ঘটনা ছাড়াই জনজীবন অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে। রাজধানী ঢাকা শহরে হরতালের প্রভাবে অবরোধ, মিছিল হলেও খুলনাতে এখনও তার কোন নমুনা দেখা যায় নি। তবে খুলনায় হরতালের প্রভাব পড়েছে জনসাধারণের ওপর। রাস্তায় প্রচুর যানবাহন থাকলেও অধিকাংশ যানবাহন চলছে নামমাত্র যাত্রী নিয়ে।

নগরীর শিববাড়ি, ময়লাপোতা, দৌলতপুর ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের চলাফেরা অনেকটা কম রয়েছে। তবে খুলনার সোনাডাঙা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি সকালের দিকে কিছুটা কম চললেও সাতক্ষীরা, পাইকগাছা, বাগেরহাটে গাড়ি সিডিউল অনুযায়ী চলতে দেখা গেছে। দিনের আলো বাড়ার সাথে সাথে যাত্রী কম থাকলেও সব ধরনের গাড়ি ছেড়ে গেছে নগরীর সোনাডাঙা থেকে।

তবে শহরের ভিতরে মোটরসাইকেল বা ব্যক্তিগত যানবহনের চলাচল সকাল থেকে অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে। খুলনা রেলওয়ে স্টেশন থেকেও ট্রেন সময় অনুযায়ী চলতে দেখা গেছে।

সিএনজি চালক মো. তৌহিদ হোসেন বলেন, ফুলতলা থেকে ডাকবাংলা পর্যন্ত আসলাম তবে কোন বাঁধা পায়নি, কোন মিছিল-মিটিংও চোখে পড়েনি। তবে রাস্তায় লোকজন কিছুটা কম রয়েছে।

শিক্ষার্থী আবু-হুরায়রা বলেন, হরতালের কারনে আমাদের কোচিং বন্ধ থাকলেও রাস্তায় এসে দেখি ঠিক মত গাড়ি চলছে। তবে লোকজনের সংখ্যা বেশ কিছুটা কম। আর দোকানপাটও অধিকাংশ বন্ধ।

সোনাডাঙা বাস টার্মিনালে টিকিট বিক্রেতা কালাম শেখ জানান, দশ থেকে বিশ শতাংশ যাত্রী নিয়ে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। এতে আমাদের বেশ ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ হরতাল-অবরোধের ভয়তে সকাল থেকে তেমন বের হচ্ছে না।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ২:৫৯
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন