খেশরা ব্লাড ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

রিয়াদ হোসেন: রাত পোহালেই ঈদ। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবার সাথে ঈদের খুশিকে ভাগ করে নেয়ার লক্ষ্যে তালা উপজেলার অন্যতম মানবিক সংগঠন ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক শেখ সাব্বির রহমান, রিয়াদ হোসেন, সুমন হোসেন, শেখ ওয়ালিপ, শেখ ঈমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তারা।

এ বিষয়ে শেখ মেজবাহুর রহমান নাহিদ বলেন, প্রতি বছরের মত এবারও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অনেকের সহযোগিতায় আমরা এ কাজটি প্রতিবছর করে থাকি। সকলকে সাথে নিয়ে আমরা খেশরা ইউনিয়নের বিভিন্ন ভালো কাজে যুক্ত থাকতে চাই।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,দুপুর ২:২১
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন