জমি বিরোধে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর : শিশু আহত

জমির বিরোধকে কেন্দ্র করে কেশবপুরে বসতবাড়িতে হামলা ও জানালা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীদের ছুড়া ইটের টুকরার আঘাতে দেড় বছরের শিশু পুত্র আহত হয়েছে। এঘটনায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামের গৌর চন্দ্র মল্লিকের ছেলে প্রদীপ মল্লিকের সাথে জমা জমি নিয়ে প্রতিবেশী মৃত নিতাই মল্লিকের ছেলে মনিন্দ্র মল্লিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই বিরোধের জের ধরে বুধবার (০৩ জুলাই) বিকেলে মনিন্দ্র মল্লিক, কাজল মল্লিক, কল্যান মল্লিক ও রাধা মল্লিক সংঘবন্ধ হয়ে প্রদীপ মল্লিকের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তারা বসতবাড়ীতে হামলা চালায়। জীবন বাঁচাতে তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয়। ইট-পাটকেল ছুড়ে ভাংচুর করে ঘরের জানালা। এসময় তাদের ছুড়া একটি ইটের টুকরা গিয়ে প্রদীপ মল্লিকের ১৯ মাসের শিশু পুত্র প্রনয় মল্লিকের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় উল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে বুধবার প্রদীপ মল্লিক বাদী হয়ে কেশবপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৭:১৩
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন