টস জিতে ফিল্ডিং,নতুন বলে স্পিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন সাকিবের

সুপার এইটে বড় স্কোর হচ্ছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে, আগে ব্যাট করে এন্টিগায় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখেও টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেনো বাংলাদেশ অধিনায়ক। ভারতের রান পাহাড়ে চাপা পড়ার পর (১৯৬/৫) সে প্রশ্নই উঠেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন-‘ ক্যারিবিয়ানে ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে এখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম। দলগুলো এতে সফলও হচ্ছে। হয়তোবা প্রথমে ব্যাটিং করলে ভালো হতো। অধিনায়ক-কোচ হয়তো ভেবেছে অন্যভাবে। আমরা যদি একটা মোটামুটি স্কোরেও তাদের বেঁধে ফেলতাম, আমাদের ভাবনায় একটা স্কোর ছিল। সে কারণেই আগে ফিল্ডিং করা।’

টসে’র সিদ্ধান্ত কোচ-অধিনায়ক মিলে নিয়েছেন। তা বলেছেন সাকিব- ‘এসব সিদ্ধান্ত অধিনায়ক ও কোচ মিলেই নেয়। ভালো হলে তাদেরকে কৃতিত্ব দেয়া হয়, খারাপ হলে তাদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। প্রথম দুই ওভারে যখন উইকেট পড়েনি, তখন হয়তো সবার মনে হয়েছে, আগে ব্যাটিং করলেই ভালো হতো। প্রথম দুই ওভারে উইকেট পড়লে ওই সিদ্ধান্তটাকেই ঠিক মনে হতো।’ শুধু টসে’র সিদ্ধান্তই নয়, বোলিংয়ে নেমে নতুন বলে দুই এন্ডে স্পিন দিয়ে বোলিং আক্রমনের সিদ্ধান্তকেও যথার্থ মনে হয়নি সাকিবের-‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। আমার মনে হয়, ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য নতুন বলে বোলিং করার চেয়ে মাঝের ওভারে বোলিং করা সহজ। কারণ নতুন বলে সব দলই দ্রুত রান করতে চায়। বল পুরোনো হয়ে গেলে তখন রান করা একটু কঠিন হয়ে যায়।’

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১২:২৯
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন