দু’দিনের সরকারি সফরে ড. মসিউর রহমান খুলনায়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ২ দিনের সরকারি সফরে আজ খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ রবিবার (১২ মে) বিকাল ৪ টায় সড়ক পথে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন। খুলনায় পৌঁছে রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় নির্মাণাধীন ভৈরব সেতু এলাকা পরিদর্শন করেন। একইদিন দুপুর ১ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী সুগন্ধি গ্রামে নির্মণাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভৈরব সেতুর অগ্রগতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং বিকাল ৩ টায় দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে খুলনা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। অর্থনৈতিক বিষয়কউপদেষ্টার একান্ত সচিব ড. মনজুরুল ইসলাম(যুগ্ম সচিব) সফর সূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,রাত ১০:০৭
  • ১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন