দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

খুলনার সময়: “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (১৩ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। রেলি পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ এসএম সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমান্ত কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ এইচ মইনুল হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, পারুলিয়া আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে সপ্তাহব্যাপী পুষ্টি মেলার উপজেলাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুষ্টি সমৃদ্ধি রান্না ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ও পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১০:৫৪
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন