নলতায় মটরসাইকেল চোর আটক

আবুল কালাম বিন আকবার, কালিগঞ্জ, সাতক্ষীরা; কালিগঞ্জে মটরসাইকেল চুরি করার সময় মোঃ মনিরুজ্জামান (৩৫) নামের এক মটরসাইকেল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মটরসাইকেল চোর মনিরুজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের ছোট ভেটখালী গ্রামের আজিজ গাজীর পুত্র। গতকাল ২৩ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা -কাশিবাটি থেকে আটক করা হয়। ঘটনার বিবরণে গ্রাম পুলিশ এমাদুল ইসলাম জানান, কাজলা গ্রামের মৎস্য চাষী সালাউদ্দীন তার হিরো স্পেলেন্ডার মটরসাইকেলটি রেখে প্রসাব করতে গেলে চোর মনিরুজ্জামান মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সালাউদ্দীন বুঝতে পেরে দৌঁড়ে আসেন, এবং জাপটে ধরেন চোরকে। চোরের সাথে থাকা আরো দুইজন বাইকের মালিক সালাউদ্দীনকে মারধর করতে শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় জনগণ চোরকে তাকে আটক করে। তাকে জিঙ্গাসাবাদ করলে তার সাথে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রাশিদুল ও মোহাম্মাদ আলী নামের দুই চোর ছিলো বলে জানায়। তবে মনিরুজ্জামান আটক হওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানায় খবর দিলে এস.আই খলিল এসে চোর মনিরুজ্জামানকে আটক করে নিয়ে যায়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৮:২৮
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন