ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তানভীর হুসাইন সুজনের প্রার্থীতা প্রত্যাহার

আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন সুজন রোববার বেলা সাড়ে ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। এদিকে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে হতবাক কর্মী, সমর্থক ও ভোটাররা।

ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মারুফ তানভীর হুসাইন সুজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন ‘আসসালামু আলাইকুম, আমার প্রানপ্রিয় সাতক্ষীরা সদর উপজেলাবাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা,আমি এস এম মারুফ তানভীর হুসাইন সুজন আগামী ২৯ মে উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম কিন্তু আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি, তার অনেক গুলো কারন আছে বিশেষ করে আমার দলীয় কিছু নেতাকর্মীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, দফায় দফায় দফারফা হচ্ছে আমাকে কিভাবে প্রতিহত করা যায়, এছাড়া কিছু মানুষ আমার কর্মীদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে,আমার দলীয় নেতাকর্মীদের অসহযোগিতা প্রকাশ্যে,আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি কিন্তু তাতেও সমাধান হয়নি। আমাকে কিভাবে প্রতিহত করা যায় এটাই তাদের উদ্দেশ্য এছাড়া আরও কিছু ব্যক্তিগত কারন আছে যেমন গত নির্বাচনে আমার প্রস্তাবকারী ও নির্বাচনী সমন্বয়ক ছিলেন আমার চাচাতো ভাই এবং ভগ্নিপতি রবিউল ইসলাম তিনি বর্তমানে ক্যান্সার আক্রান্ত, গত নির্বাচনে আমার বাবা এ্যাডভোকেট এস এম হাসান উল্লাহ আপনাদের দ্বারেদ্বারে কতবার গিয়েছিলেন কিন্তু এইবার তিনি পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে নির্বাচনের আগে বাংলাদেশ ত্যাগ করবেন,এছাড়া আমার কিছু কাছের মানুষ বরাবরই চাচ্ছিলোনা আমি আবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি তাই তাদেরকে সেইভাবে কাছে পাচ্ছিলাম না,কারন ভাইস চেয়ারম্যান পদে থেকে মানুষের পরিপূর্ণ সেবা করার সুযোগ থাকেনা এছাড়া আমি বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করে বুঝেছি মানুষের চাওয়া পাওয়া খুব বেশি না তারা চায় তাদের সাথে মাঝেমধ্যে সাক্ষাৎ করা যা ভাইস চেয়ারম্যান পদে থেকে পরিপূর্ণ ভাবে করা সম্ভব হয়না,এছাড়া কিছু নেতৃবৃন্দ বেচাকেনা হয়েছে বা এখনও হচ্ছে আমি সেইটা বন্ধ করতে চাচ্ছি,তাদেরকে বিক্রি হওয়া হতে বিরত রাখছি কারন নির্বাচন আসলে তাদের মনে ঈদের আনন্দ বয়ে যায় বিশেষ করে বিগত সংসদ নির্বাচন ও সর্বশেষ আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন। পদে না থেকেও মানুষের সেবা করা যায় আমি সেইটা প্রমান করবো অতীতে আমি আপনাদের বিপদে আপদে সুখে দুখে পাশে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ, এই নির্বাচন করতে এসে কিছু মানুষকে নতুন করে চিনলাম বিশেষ করে কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য যারা আমাকে অর্থনৈতিকভাবে এবং ভোট দিয়ে সহযোগিতা করতে চেয়েছেন এবং আমার সদর উপজেলা পরিষদের সাধারণ মানুষ যারা আমাকে ভালবাসা দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমার মতো একজন নগন্য মানুষকে এভাবে ভালবাসার জন্য, বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,রাত ৮:০২
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন