পহেলা ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিম্যাল’। এর আগে এই নির্মাতা বানিয়েছেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিং’। দুটোতেই কিন্তু বেশ ভালো মাত্রায় ছিল আগ্রাসন। তবে এবার অ্য়ানিমেলে তা আরও বেশি। শিহরণ ধরাবেই। টিকিট প্রি বুকিংয়ে দারুণ ফল করে অ্যানিম্যাল। ইন্ডিয়ায় শো শুরু হওয়ার আগেই ১৩.৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে যায়। আর টাকার হিসেবে তা ৩৪ কোটির বেশি। চলতি বছরে ভারতীয় সিনেমার প্রি বুকিংয়ের হিসেবে আপাতত অ্য়ানিম্যাল রয়েছে ৩ নম্বরে। ছাড়িয়ে গিয়েছে পাঠানকেও। আদিপুরুষের থেকেও বেশি। আগে শুধু রয়েছে শাহরুখ খানের জওয়ান আর থালাপতি বিজয়ের লিও।
সিবিএফসি থেকে A (Adults only) সার্টিফিকেট দেয় অ্যানিম্যালকে। সিনেমাতে রণবীরের নায়িকা রাশমিকা মন্দনা। এছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল। চলুন দেখে নেওয়া যাক দর্শকদের থেকে কী প্রতিক্রিয়া পেল এই সিনেমা- চলচ্চিত্র প্রযোজক এবং বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর জানাচ্ছেন, প্রাপ্তবয়স্কদের শংসাপত্র, ছুটির দিন ছাড়া মুক্তি এবং তিন ঘন্টারও বেশি লম্বা হওয়া সত্ত্বেও সিনেমাটি শুধুমাত্র ভারতে নয়, বিদেশের বাজারেও ব্যাপক উদ্বোধন পেতে চলেছে। তার অনুমান, অ্যানিম্যাল হিন্দি বাজার থেকে প্রথম দিনেই ৫৫ আয় করে ফেলবে। বিশ্বব্যাপী তা ১০০ কোটির ঘর ছাড়িয়ে যাবে।