বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা

এম এম আব্দুল্লাহ আল মামুন: ‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বেলাবো উপজেলা পরিষদের সভাকক্ষে মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসান। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদুক’র অবসরপ্রাপ্ত পরিচালক ও বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (শাফী), বেলাবো সরকারি পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংসদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি প্রমুখ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. শাহেদ আলী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, মো. এনামুল হক, বেলাবো প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল হক, মাদ্রাসা সুপার আব্দুর রশিদ, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১০:২৪
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন