মনিরামপুরে স্ত্রীকে হত্যার চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

যশোরের মনিরামপুরে গত বুধবার ২৬ জুন দিবাগত রাত ১২টার দিকে মনিরামপুর ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে উজির আলী গাজী (৫০) তার স্ত্রী দেন আলী গাজীর মেয়ে পারভীনা খাতুন (৪০) কে জবাই করে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে স্বামী উজির আলী নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় বাড়ি পাশে সজিনা গাছে পাওয়া গেছে। নেহালপুর ফাড়ির পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হান্নানের উপস্থিতিতে এই লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী পারভীনা আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তারা নেহালপুরের ঝাউতলা নামক স্থানে রোজিনার ঘর ভাড়া করে দীর্ঘ ৯ মাস যাবত ঘর সংসার করে আসছিল। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১১:১০
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন