যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত

যশোর অফিস: যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। এতে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছে। নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ ও তার সহকারী নাজমুল। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে এবং নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। চিলাহাটি থেকে খুলনা যাচ্ছিল একটি মেইল ট্রেন। ট্রেনটি যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রাকটি লাইনে উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৬:১৯
  • ৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন