রত্নাকে চেয়েছিলেন শাকিব খান

ঢাকাই নায়ক শাকিব খানের সঙ্গে নিজের চমৎকার সব স্মৃতি সামনে আনলেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি। সম্প্রতি কালবেলার বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে শাকিবের সঙ্গে নিজের কাজের বিষয়ে অতীতের কিছু স্মৃতি ব্যক্ত করেছেন নায়িকা। জানিয়েছেন, তাকে নায়িকা হিসেবে চেয়েছিলেন শাকিব খানই।

২০০৩ সালে মুক্তি পায় ‘হিংসা প্রতিহিংসা’ নামে একটি বাংলা সিনেমা। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন রত্না। সিনেমার পেছনের গল্প টেনে নায়িকা বলেন, সমসাময়িক নায়িকাদের সঙ্গে যখন তার (শাকিব খান) পরিচয় হয়নি, তখন তিনি ভালো কোনো সিনেমায় আমাকে রিকমান্ড করতেন। ‘হিংসা প্রতিহিংসা’ সিনেমায় আমি কাজ করেছি। শাকিব আমাকে রিকমান্ড করেছিল। বলেছিল, এখানে রত্নাকে নিন। শাকিব আমাকে বলেছিল—তুমি এটার শিডিউল দিয়ে দাও, আমরা একসঙ্গে কাজ করি। আমরা করেছিলাম।

রত্নাকে চেয়েছিলেন শাকিব খানরত্না জানান, একটা সময় শাকিব ও তার মধ্যে যোগাযোগ কমতে থাকে। নায়িকা বলেন, ‘হিংসা প্রতিহিংসা’ সিনেমার ওই সময়টা পর্যন্ত ঠিকঠাক ছিল। পরবর্তীকালে দেখা গেল আমার চেয়ে বেশি কমিউনিকেশন, আমার চেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট অন্য কোথাও হয়ে গেছে শাকিবের। তখন সে অন্য জায়গায় কাজ করেছে। এটা তার দোষ বলব না। এখানে আমি হলে তা-ই করতাম। যার সঙ্গে ভালো কিছু হতো তার সঙ্গে কাজ করতাম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সন্ধ্যা ৭:২৫
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন