সাতক্ষীরা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির শহর ঘুরে ঈগল পাখি প্রতীকের লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভা করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মা ও শিশু কল্যাণ মোড়, সদর থানা মোড়, পাকাপোল মোড়, লাবনী সিনেমা মোড়সহ রাস্তার দু’ধারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও নিউ মার্কেট মোড়ে পথসভা করেন তিনি। এসময় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে দুইবার আপনাদের দোয়া ও ভালোবাসায় এমপি হয়েছিলাম। আমি সাতক্ষীরার উন্নয়নে নিরলস করেছি। এবার সাতক্ষীরা ২ আসনে নৌকা প্রতীক নেই। আমি ঈগল পাখি প্রতীক নিয়ে ভোট করছি। আমি আপনাদের এলাকার সন্তান। আমি একজন মুক্তিযোদ্ধা, বয়সের শেষ প্রান্তে এসে আর একটিবার আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোট প্রাথনা করছি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমি সাতক্ষীরার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। ঈগল পাখি প্রতীকের লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সেলিম, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান খোকন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।