সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, অন্যতম সদস্য এস এম শওকত হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, সহ সভাপতি গোরাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, সায়েম ফেরদৌস পলাশ, উপদেষ্টা ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শেখ শফি উদ্দীন, সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসান। এছাড়া বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এ্যাড. মুস্তাফিজুর রহমান শাহনাওয়াজ, বল্লী ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমেরন্দ ঘোষ, আগরদাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নীলিপ কুমার মল্লিক, ধুলিহর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, আলীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. মশিউর রহমান ময়ুর, ভোমরা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর, ঘোনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শীবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী, বৈকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মহাসিন হোসেন পিন্টু। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল প্রমুখ।