সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীনদের জন্য প্রদত্ত প্রতিশ্রতি পূরণের প্রজন্মের ভূমিকা” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, সদর হাসপাতালে সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, সাতক্ষীরা প্রবীন আবাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মানুষ চিরকাল একরকম থাকে না। বেঁচে থাকলে অবশ্যই বাধ্য করে স্বীকার করতে হবে। যিনি যে পেশায় থাকেন এক সময় অবসর গ্রহণের পর বার্ধক্য আসবেই। প্রবীণদের সম্মান শ্রদ্ধা করতে হবে। তাদের সাথে এমন কোন আচরণ করবেন না যাতে তারা কষ্ট পান। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রবীণ হইতেছি সংঘের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সদস্য ও উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১:২৭
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন