সাতক্ষীরায় জেলা সাংবাদিক পরিষদের বার্ষিক সাধারণ সভা

সভাপতি আছাফুর রহমান ॥ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির

সুরাইয়া খাতুন: সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের বাষিক সাধারণ সভা, কমিটি গঠন ও ইনডোর টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শহরের বিনেরপোতাস্থ বিশ^াস গার্ডেনে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল বাসার, মো. মইনুর ইসলাম, মো. সামাদুল ইসলাম ও এড. মো. নজরুল ইসলাম প্রমুখ। জেলা সাংবাদিক পরিষদের সভাপতি মো. আছাফুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন মো. মুজিবর রহমান, মো. আমিরুল ইসলাম, সেলিম শাহারিয়ার, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মো. ইউসুফ আলী, মো. হামিদ, ডা. বাসনা মন্ডল, আব্দুর রহমান, সুরাইয়া খাতুন, মো. খাইরুল বাসার, রিনি সুলতানা, কামরুন্নাহার কচি, ইকবাল হোসেন, গুলশান আরা, ফাহাদ মনিম, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, শামীম হোসেন, আবুল খায়ের, হাফিজুর রহমান, কামরুজ্জামান, এস,এম জামান মনি, এম,এ মজিদ, জাহাঙ্গীর হোসেন, দেবব্রত কুমার, প্রশান্ত কুমার পাল, আজগর আলী, আশরাফুজ্জামান জুয়েল প্রমুখ। সভায় দাবা, ক্যারম, কলব্রিজ, চেয়ারসিটিং, আবৃত্তি, উইকেট বল নিক্ষেপ বিজয়ীদের মাঝে সম্মাননা ত্রেস্ট এবং পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সমাজকল্যান সম্পাদক মো. খাইরুল বাসার ও সুরাইয়া খাতুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১০:২৮
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন