সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে। শনিবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে সীমান্তের মেইন পিলার ১২ এর সাব পিলার ৬ কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের তুলুইগাছা বিওপির একটি টহল দলের সদস্যরা ভোররাত ৫টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১২ এর সাব পিলার ৬ এর কাছাকাছি এলাকা থেকে এই অস্ত্র গুলি উদ্ধার করে বিজিবি। এর আগে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৮:১০
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন