সাতক্ষীরায় স্বর্ণের গহনাসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরায় আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালীগঞ্জের কৃষ্ণনগর গ্রামে নিজের বাড়ি থেকে লুন্ঠিত স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। আটক ডাকাত দলের সদস্যের নাম মো. রেজাউল করিম (৪৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বরকতুল্লাহ গাজীর ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি রেজাউল করিমের প্রকাশ্য কোন জীবিকা কিংবা পেশা নাই। সে আন্তঃ বিভাগীয় ডাকাত চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। আন্তঃ বিভাগীয় ডাকাত চক্রের সাথে সম্পৃক্ত থেকে সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগীয় অন্যান্য জেলার বিত্তশালী ব্যক্তিদের সনাক্তপূর্বক লক্ষ্য স্থির করে ডাকাতি করে। তাকে ১৮ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা জেলার সাভার রেডিও কলোনী হতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তী মোতাবেক ১৯ নভেম্বর ভোর রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর কৃষ্ণনগর গ্রামের তার নিজ বসতবাড়ীর রান্নাঘরের মধ্যে মাটির নিচে হতে সাতক্ষীরা সদর থানার মামলা করা হয়। এই ঘটনায় লুট হওয়া ১ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের গলার হার ও এক ভরি ওজনের এক জোড়া হাতের বালা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতাসহ সর্বমোট ২৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৭:৫৬
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন