সাতক্ষীরার সুলতানপুর ঝিলপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিকাইল ইসলাম, ঠিকাদার শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম। এলাকাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. সাহেদ আলী, ফরিদা খাতুন, নুরজাহান বেগম, মাহমুদাসহ স্থানীয় গণ্যমান্ব্যক্তিবর্গ।

উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর ঝিলপাড়া এলাকার মোস্তফার বাড়ির সামনে হতে আমিরোনের বাড়ি পর্যন্ত পৌরসভার অর্থায়নে ১০৫ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিন যাবত প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানকে সাধুবাদ জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ৪:০৬
  • ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন