সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক উজ্জলের মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ

সাতক্ষীরা: সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা উজ্জলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন।

তারা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও এমপিদের ব্যবহার করে তিনি অবৈধ প্রক্রিয়ায় আজীবন সদস্য হয়ে মিশনের সাধারণ সম্পাদকের পদ দখল করেছেন। নির্বাচন ছাড়াই গত ৩টি মেয়াদে তিনি ও তার সহযোগীরা ধর্মীয় এই প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে রেখেছেন।

বক্তারা অভিযোগ করেন, উজ্জল তার অপকর্ম ঢাকতে অন্যদের ওপর দোষ চাপিয়ে নিজেকে সৎ ও খ্যাতিমান হিসেবে প্রচার করছেন। ১৮ ডিসেম্বর ২০২৪ সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উজ্জল মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা আহছানিয়া মিশনের মাল্টিপ্লেক্স কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর উজ্জল মিশনের নেতৃত্ব দখল করেন। তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে ১৪ জনকে আজীবন সদস্যপদ দেন, যারা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকতার পরিচয়ে উজ্জল অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার রোষাণলে পড়ে আহছানিয়া মিশনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়েছে। মিশনের অর্থনৈতিক কার্যক্রমে জালিয়াতি, সদস্য পদ প্রদান প্রক্রিয়ায় গোপনীয়তা এবং দুর্নীতির অভিযোগ ওঠেছে।

বক্তারা বলেন, মিশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। উজ্জল ও তার সহযোগীদের স্বেচ্ছাচারিতা এবং মিথ্যাচারের নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত এডহক কমিটি গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সদস্য ড. আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্ছি, অধ্যক্ষ হাফিজ আল মাহমুদ রিটু, আহ্ছানিয়া মিশন মাদ্রাসার প্রিন্সিপাল আলতাফ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান, মিশনের কাগজপত্র এডহক কমিটির কাছে হস্তান্তর করে অবিলম্বে অডিট সম্পাদন করা হোক। এছাড়া অবৈধ সদস্যপদ বাতিল করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানটির সঠিক নেতৃত্ব নিশ্চিত করা হোক।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ৩:১৮
  • ৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৩ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৭ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন