সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও মতবিনিময়

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও প্রাক্তন সদস্যদের সম্মাননা, মতবিনিময় সভা এবং সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনের সহায়তা করার নিমিত্তে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার/ বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন হল রুমে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা জেলার আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের পূর্নগঠিত সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ। এসময় তিনি বলেন, সংগঠনের বাইরে থেকেও দেশকে ভালোবেসে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে “আসুন না আমরা বছরে একদিন দুর্নীতি মুক্ত দিবস পালন করি”। তিনি আরো বলেন দুর্নীতি মুক্ত দেশ গড়তে না পারলে উন্নত দেশে পরিনত হওয়া সম্ভব নয়। সবার আগে দুর্নীতির বিরুদ্ধে নিজেকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে তবেই ভালো কিছু সম্ভব। উদাহরণস্বরূপ বলেন, যখন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শুরু হয়েছিল তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন বোঝানো হচ্ছিল তখন মহিলারা ঝাড়ু লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিলেন আর এত বছর পরে এসে আমরা তার ফল পাচ্ছি তাই বলবো একদিন আমরা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবো। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক বলেন, আমরা ৬৯ টি সততা স্টোরে আর্থিক সহায়তা দিয়েছি ভবিষ্যতে আরো দিবো। তিনি বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাব দেন এবং পরিশেষে বলেন দুর্নীতি দমন কমিশনের সকল নির্দেশনাবলি সাতক্ষীরা জেলার আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটিসমূহ দৃঢ়ভাবে পালন করবে। সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটি, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অভিষেক বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নবগঠিত সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ, নব্য সদস্য এড. মো. মুনির উদ্দীন, আবদুল ওহাব আজাদ, রেবেকা সুলতানা, মো: রেজাউল করিম, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত সাহা, দেবহাটা উপজেলা কমিটির সভাপতি মো. এনামুল হক, কলারোয়া সভাপতি আক্তার আক্তারুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শ্যামনগরের সাধারণ সম্পাদক মানবেন্দ দেবনাথ, জেলা কমিটির নব্য সহ সভাপতি মো: রফিকুল ইসলাম, নব্য কমিটির সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার, নব্য সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো: শাহজাহান কবির প্রমুখ। সাতক্ষীরা দুর্নীতি দমন কমিশন এর ১৩ জন বিশিষ্ট পুর্নগঠন কমিটিতে সভাপতি হিসেবে আছেন আবুল কালাম বাবলা, সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার, মো: রফিকুল হাসান,সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান, সদস্য হিসেবে আছেন আব্দুল ওহাব আজাদ, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান, এড. মো: সাকিবুর রহমান,এড. মো: মুনির উদ্দিন, রেবেকা সুলতানা, মো: রেজাউল করিম, লিলি জেসমিন, কাজী শাহাবুদ্দিন। অনুষ্ঠানের সবশেষে সাতক্ষীরা জেলার সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনের সহায়তা করার নিমিত্তে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার/বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে, সুখী-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা শেষ হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১১:৩৭
  • ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন