স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার বার্ষিক সাধারণ সভা

স্টাটিকস

স্টাফ রিপোর্টার: স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কনভেনশান সেন্টার লেকভিউতে স্টাটিকস, শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টাটিকস এর সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু। সভায় বিগত বছরের আয়- ব্যায়ের হিসাব ও গত সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং সদর উপজেলাসহ অন্যান্য উপজেলার মাধ্যমিক ও সমমান প্রতিষ্ঠানের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদানের জন্য সর্ব সম্মতিক্রমে আগামী বছরে সদর উপজেলাসহ আরও কিছু উপজেলায় মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, এড. সৈয়দ রেওয়ান আলি, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, শফিউল ইসলাম, লাবসা হাইস্কুলের সভাপতি মিজানুর রহমান, আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হক, সাবেক কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাকিবুর রহমান বাবলা, সাবিনা খান চৌধুরী, ফারজানা রুবি মুক্তি, আমিরুল ইসলাম, ইউসিবিএল ব্যাংকের ম্যানেজার আব্দুল কাদের, এড. মুনীরউদ্দীন প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ১১:০২
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন