স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরীর সঙ্গে বেশ সখ্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর। বাংলাদেশি এই অভিনেতার কোনো সিরিজ বা সিনেমা মুক্তি পেলে, প্রথম শোতেই সেটা দেখা চাই স্বস্তিকার। প্রয়োজনে রাত জেগে চঞ্চল চৌধুরীর সিরিজ উপভোগ করেন অভিনেত্রী। শনিবার (১ জুন) মন বেশ খারাপ ছিল স্বস্তিকার। এরপর অবশ্য বিশেষ এক কারণে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ ছিলেন চঞ্চল চৌধুরী। মূলত নির্বাচনে ভোট দিতে না পেরে মন খারাপ হয়েছিল স্বস্তিকার। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। নিজের বোনকে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন, দুজনের কারও নামই নেই ভোটার তালিকায়। এ কারণেই মেজাজ খিটখিটে ছিল স্বস্তিকার। ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। তবে এর পরই বেশ খোশমেজাজে আরেকটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। অভিনেতা চঞ্চলকে ট্যাগ করে পোস্টটি করেছেন তিনি।

শনিবার চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। পোস্টে চঞ্চল চৌধুরীকে ‘মহারাজ’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, এই অভিনেতার সব কাজই দেখেন তিনি। নিজের পোস্টে বাংলাদেশি এই অভিনেতার ভূয়সী প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। দুই বাংলায় এখন সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। সাধারণ দর্শকের পাশাপাশি দুদেশের তারকাদের ভালোবাসাও লুফে নিয়েছেন এই অভিনেতা। তাইতো মন খারাপের কথা ভুলে গিয়ে অভিনেতার জন্মদিনের খুশিটুকু নিজের ভাগে নিয়ে নিয়েছেন স্বস্তিকা। চঞ্চলকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সন্ধ্যা ৭:৪৪
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন