স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শান্তি সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে ধুলিহর ইউনিয়নের দৌলতপুরে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সাবেক শিক্ষক নিমাই তরফদারের সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলামের সঞ্চালনায়  এক শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে ধুলিহর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সন্ধ্যায় ইউনিয়নের চাঁদপুর পূর্ব পাড়ায় ধুলিহর ইউনিয়ন আ’লীগের সদস্য সিদ্দিকুর রহমান মোড়লের সভাপতিত্বে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মো: আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী যুগ্ম সাধারণ সম্পাদক, এহসান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আ’লীগের কামরুল ইসলাম, আবু রায়হান মোড়ল, শরিফ মোড়ল, প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের ক্রিয়া সম্পাদক নাসির উদ্দিন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,দুপুর ১২:৩২
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন