হামলার শিকার রাভিনা

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে সবসময়ই বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন এ নায়িকা। অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। এবার সেই অভিনেত্রীকেই জড়াতে দেখা গেল বিতর্কে। তাও আবার ইন্ডাস্ট্রির কোনো বিষয়ে নয়, সাধারণ জনগণের সঙ্গে।  সামাজিক যোগাযোগমাধ্যমে রাভিনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায় মুম্বাইয়ের স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। করছেন চিৎকার। ভিডিওটি ২ জুন মধ্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে রাভিনার চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে একই পরিবারের তিনজন আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা যখন তার গাড়ি ঘিরে ধরেন তখন অভিনেত্রী নেমে আসেন। এরপরই তাকে দেখে উত্তেজনা আরও বেড়ে যায়। ভিডিওতে এক নারীকে রাভিনার গায়ে হাত দিতেও দেখা যায়। এরপরই অভিনেত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে কেউ গায়ে হাত দিবেন না। বিষয়টি আমরা কথা বলে সমাধান করতে পারি।’

কিন্তু ভিডিওতে অনেকেই মারার জন্য রাভিনার দিকে তেরে আসতে দেখা যায়। এরপর পরিস্থিতি শান্ত করতে সেখানে মুম্বাই পুলিশের একটি দল উপস্থিত হয়। তবে এ বিষয়ে অভিনেত্রী এখনো কোনো মন্তব্য জানাননি।
রাভিনাকে এখন বলিউডে নিয়মিত কাজ করতে দেখা যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে নিয়মিতই দেখা যায় তাকে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৯:৪৬
  • ২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন