এর আগে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে জয় করেছিলেন ভক্তদের মন। এবার ভিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে উত্তাপ ছাড়াতে দেখা গেল এই অভিনেত্রীকে। যেখানে সুইমিংপুলে ভিকির সঙ্গে আবেদন ছড়ালেন তৃপ্তি। মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্ম প্রোডাকশনের সিনেমা ‘ব্যাড নিউজ’। এতে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন ভিকি ও তৃপ্তি। ওটিটিতে ‘বুলবুল’ ও ‘কলার’র মতো গল্প নির্ভর সিনেমায় তাকে দেখা গেলেও এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
ইউটিউবে গান প্রকাশের মধ্য দিয়ে ‘ব্যাড নিউজ’ সিনেমার প্রচারণা শুরু হয়েছে। ‘জানম’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ্যে আসতেই যেন অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। প্রকাশিত এই গানে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।। ভিকির এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন ক্যাটরিনা ভক্তরাও। যা প্রকাশ পেয়েছে গানের মন্তব্যের ঘরে। এক জন লিখেছেন, ‘ক্যাটরিনা আপনি সহ্য করছেন কীভাবে?’ কেউ আবার ভিকির জন্য প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’ সব সমালোচনা উড়ে গেছে ‘ব্যাড নিউজ’ সিনেমার ‘তওবা তওবা’ গানে ভিকি কৌশলের নৃত্য। তার নাচে অনুরাগীরা তো মুগ্ধই, পাশাপাশি হৃত্বিক রোশন, সালমান খানরাও করেছেন প্রশংসা। আসছে ১৯ জুলাই মুক্তি পাবে ‘ব্যাড নিউজ’। এটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। কমেডি ঘরানার এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী ‘ব্যাড নিউজ’টিম।