আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

শেখ ইয়াসির আরাফাত, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রভাষকবৃন্দ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, মেলায় আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দরগাহপুর কলেজিয়েট স্কুল, কোদন্ডা হাইস্কুল, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়, গুনাকরকাটি কামিল মাদ্রাসা, আশাশুনি দাখিল মাদ্রাসা, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় একটি করে মোট ১৩ টি স্টল বসিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ২:২১
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন