বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার(১৭) নামের এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০জুন) বেলা ১১টার দিকে কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ এর ভিতরের মাঠ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাকিব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানিয়েছেন তার পরিবার।
নিহত রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোভের বসবর্তী হয়ে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে রাকিব বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং এতে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য রাকিবের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রাকিবের বাবা মন্টু শিকদার জানান, শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে শুনলাম ইটভাটা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত