উপজেলা পরিষদ নির্বাচনে মেহেদী হাসান সুমন চেয়ারম্যান এবং ইকবাল আলম বাবলু, ফারজানা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: প্রচার প্রচারণা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তীব্র তাপদহের পর এক পশলা শীতল বৃষ্টির হাওয়ার মধ্যে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সারা বাংলাদেশের ন্যায় প্রথম ধাপে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৬২,৩৪৪ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে বাবার চেয়ারে আসীন হলো থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য পদত্যাগ কারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী ঘোড়া প্রতীক নিয়ে ৩১,৯৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু বই প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং থানা যুবলীগের সভাপতি সদ্য পদত্যাগ কারী ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান তালা চাবি প্রতীক নিয়ে ভোটে পরাজিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা ইয়াসমিন আপি হাস প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য পদত্যাগ কারি ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ফুটবল প্রতীকে পরাজিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে ৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং সেটা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া বিরতিহীন ভাবে বিকাল ৪ টা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ উপজেলা নির্বাচন অফিসে প্রতিটি কেন্দ্রের ফলাফল জমা দেওয়ার পরে রাতে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন । এবার উপজেলা পরিষদ নির্বাচনে ১২ টি ইউনিয়নে ২ লক্ষ ৬৯ হাজার ৯৮ জন ভোটারের মধ্যে জনপ্রায় ৯৫ হাজারের মত ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন। ভোট গ্রহণের দিন বুধবার (৮ মে) ভোর থেকে আইনশৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর রাপিট অ্যাকশন ব্যাটলিয়ান সদস্য, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি, ম্যাজিস্ট্রেট এর সার্বক্ষণিক নজরদারীর মাধ্যমে উপজেলা জুড়ে ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। যে কারণে ভোটাররা সমস্ত ভয় ভীতি অপেক্ষা করে তাদের নিজ নিজ ভোট নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে প্রয়োগ করতে পেরেছে। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির এবং সাতক্ষীরা জেলা সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। রিপোর্ট লেখা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কোন ফলাফল পাওয়া যায়নি তবে ফলাফলের গণনার কাজ চলছিল।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সকাল ৮:৪৪
  • ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৮ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন