‘বাহুবলী’ ছবির প্রথমভাগে বাহুবলীকে খুন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’ ওরফে অভিনেতা সত্যরাজ। সেই কাটাপ্পার সঙ্গেই এবার সিনেপর্দায় অ্যাকশন করতে রাজি হলেন সালমান খান। খবর অনুযায়ী, ভাইজানের পরবর্তী ছবি ‘সিকান্দার’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা সত্যরাজকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন এই খবর।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে সালমানের সিকান্দার ছবির শুটিং। প্রাণনাশের হুমকিকে গায়ে না মেখে, ‘দাবাং’ মেজাজে শুটিং করছেন সালমান। শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছে ছবিও। ঠিক এরই মাঝে সিকান্দার নিয়ে নতুন আপডেট। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিকান্দার ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন রাশ্মিকা মান্দানা। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি শুরু হয়েছে সালমানের এই নতুন ছবির শুটিং। খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুটিং করছেন সালমান।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত