কপোতাক্ষ-শিবসা সুরক্ষায় পাইকগাছায় নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কপোতাক্ষ-শিবসা নদীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ও সুরক্ষা নিশ্চিত করতে  বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, অনির্বাণ লাইব্রেরি এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে।

‘কপোতাক্ষ-শিবসাসহ নদ-নদী ভরাট-দখল-দুষণ: জরুরি করণীয়’ শীর্ষক ওই সংলাপে প্রধান আলোচক থাকবেন ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল। ধারণাপত্র উত্থাপন করবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এণ্ড একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আলী।

সংলাপে আলোচক থাকবেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব দত্ত, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার, কয়রার মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও কবিতা রানী দাশ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

নাগরিক সংলাপে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,দুপুর ২:৫৭
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন