খুলনার সময়: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর ইসলাম, অতি: পুলিশ সুপার ডিএসবি মো. আতিকুল ইসলাম, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় আবারও কলারোয়া থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চৌকুস ওসি হিসাবে বিশেষ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম, এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা সকল থানার ওসি উপস্থিত ছিলেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত