হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ-"স্মার্ট পুলিশ স্মার্ট দেশ,শান্তি প্রগতির বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৪ শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাজবাড়ীকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পরিয়ে দেন। তার এই অর্জনে তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ধলবাড়িয়া ইউনিয়নের গন্ধুলিয়া গ্রামে চলছে খুশির মাতোয়ার, সাথে সাথে তার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন, কালিগঞ্জের অনেকগুলো সামাজিক সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এজন্য (পিপিএম) প্রাপ্ত আবুল কালাম আজাদ ও তার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তার বর্তমানে দায়িত্বরত রাজবাড়ী জেলা, এবং কালিগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত