কালিগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী ঢাকা থেকে উদ্ধার! আটক ১

হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লীতে নবম শ্রেণীর ১ স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ অপহরণ কারীর মাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে উদ্ধার ও আটক করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম স্কুল ছাত্রী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের রমেশ মিস্ত্রির মেয়ে ও আশাশুনি থানার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। অপরদিকে আটক হওয়া তাহমিনা খাতুন শ্রীঊলা গ্রামের অলিউল্লাহ সরদারের স্ত্রী। অপহৃত স্কুল ছাত্রীর মা সুচিত্রা মিস্ত্রি জানান তার বড় মেয়ে বিথীকাকে গত ১৩ই জানুয়ারি অপহরণ করা হয়। এ ঘটনায় তিনি ১৪ জানুয়ারি থানায় একটি অভিযোগ দায়ের করে। পরবর্তীতে গত ১১ ই ফেব্রুয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ সালের ৭ (৩০) ধারায় মামলার দায়ের হয়। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ পরিদর্শক নকিব পান্নু শনিবার সকালে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আটক করে। গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করে তদন্তকারী কর্মকর্তা জানান আটককৃতদের নিয়ে তিনি এখন কালীগঞ্জের পথে আছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৪:১৪
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন