কালিগঞ্জে অবৈধ ক্লিনিক সিলগালা ও জরিমানা

অবৈধ ক্লিনিক সিলগালা, জরিমানা
কালিগঞ্জ সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে নানান অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা এবং অপর একটি ক্লিনিক মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজাহার আলী। তিনি জানান, ক্লিনিকগুলোতে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা ও মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে উপজেলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ আলী ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং নাজিমগঞ্জের যমুনা ক্লিনিক মালিককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ২:১৬
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন