আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় ১২৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার্থীদের মধ্যে ৫১০ জন ছেলে ও ৭৭৮ জন মেয়ে। শিক্ষার্থীরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক প্রিন্সিপাল ইমদাদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মিজানুর রহমান এবং সাংবাদিক আবু সাইদ বিশ্বাস।
কিশোরকন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান আল মামুন বলেন, সারাদেশে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরায়ও কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত