কেডিএ আবাসিক এলাকায় অবস্থিত কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৬ মার্চ) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার কুন্ডু।
বিকালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিএম নূরুল হুদা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক বিএম নুরুল হুদা, দুলাল কান্তি গাইন, সুধীজন, সাংবাদিক, বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীও ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম মোশারফ হোসেন।