কেসিসি প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই

কেসিসি প্রথম মেয়র সিরাজুল ইসলাম

খুলনার সময়: পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ নভেম্বর) ভোরে নগরীর ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রোববার (৫ নভেম্বর) ভোরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাদ আসর খুলনার শহিদ হাদিস পার্কে জানাযা অনুষ্ঠিত হবে।

কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১০:২৮
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন