খুবিতে এপিএ কমিটির দ্বি-মাসিক সভা

খুলনা সময়: খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র বর্তমান অগ্রগতি ও কর্মসম্পাদন কার্যক্রম বাস্তবায়ন ও অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকলকে পূর্ণাঙ্গ ধারণা দিতে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। এখন দেখলেই মনে হয় গোছানো পরিবেশ। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলেই প্রচেষ্টা করছেন। যার ফলে এবছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। আগামীতে যেন আমরা প্রথম স্থানে যেতে পারি- এজন্য সকলকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপিএ কমিটির সদস্য আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মঈনুল হোসেন, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. ফারুক হোসেন, সেকশন অফিসার (লিগ্যাল সেল) মো. আরিফুর জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টবৃন্দ তাদের ওপর অর্পিত কাজের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১২:২৬
  • ১০ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১০ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন