খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, উন্নত স্বাস্থ্যসেবা ও সুন্দর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ১২দফা দাবি পেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোহসীন আলী ফরাজীর কাছে লিখিত দাবি পেশ করেন এনডিএফ এর খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ফররুখ আহমেদ এবং সাধারণ সম্পাদক ডাঃ শামিম হাসান।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএফ খুলনা মেডিকেল কলেজ শাখার সমাজসেবা সম্পাদক ডাঃ আব্দুর রব, সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
চিকিৎসকদের দাবিসমূহ :
১। নারী চিকিৎসকদের জন্য নিরাপদ জায়গায় নামাজের ব্যবস্থা করতে হবে।
২। হাসপাতালের প্যাথলজি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ল্যাব টেকনিশিয়ানদের রোস্ট্রারের আওতায় আনতে হবে।
৩। আউটডোরের জন্য পৃথক প্যাথলজি সেবা নূন্যতম ইসিজি, আরবিএস, কিডনি এবং প্রসাব পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৪। ইমার্জেন্সি হৃদরোগ চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
৫। ইমার্জেন্সিতে “ওয়ানস্টপ” সেবা এবং তথ্যকেন্দ্র চালু করতে হবে।
৬। আউটডোর এবং ইনডোরে মেডিকেলের শিক্ষার্থী, চিকিৎসক এবং তাদের বাবা-মা চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এ মর্মে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
৭। মেডিকেল স্টুডেন্ট (খুমেক) এবং হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্সদের জন্য কেবিন সংখ্যা বৃদ্ধি করতে হবে। সেই সাথে কেবিন পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা নিরসনে অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে।
৮। অতিদ্রুত হাসপাতালে মডেল ফার্মেসি চালু করতে হবে।
৯। দালাল প্র্যাক্টিস রোধে প্রশাসনের নজর বাড়াতে হবে।
১০। হাসপাতালে প্রত্যেক ফ্লোরে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
১১। দর্শনার্থীদের যত্রতত্র প্রসাব করা নিরোধকল্পে এবং হাসপাতাল এরিয়াকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত একটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হবে।
১২। হাসপাতাল চত্বরে বেসরকারি এম্বুলেন্সের ভিড় কমানো এবং মূল গেটে ইজিবাইক কতৃক সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।