খুলনা: নগরীতে থেমে থাকা মংলা ইপিজেডের একটি স্টাফ বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার এমএ বারী সড়কে এ ঘটনা ঘটে। খুলনার বয়রা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে থেমে থাকা ‘কাতার এয়ারওয়েজ’ নামের মংলা ইপিজেডের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।